hugRES67Friday , 29 March 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আলোচিত সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. নির্বাচন
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফ স্টাইল

সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ

Link Copied!

দেশে এই প্রথম ময়মনসিংহের কাছে হিজড়াদের জন্য সরকারি জমিতে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ। সাধারণত হিজড়া জনগোষ্ঠীকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না বলেই এ মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জানান স্থানীয় হিজড়াকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহমান আজাদ।

তিনি বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর সবাই মিলে ব্রহ্মপুত্রের তীরে টিনের ছোট্ট এই মসজিদটি নির্মাণ করেছেন। এর মধ্য ‍দিয়ে এই প্রথম দেশে হিজড়াদের জন্য বানানো হলো মসজিদ। আরেকটি শহরে এমন মসজিদ বানানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে তা বন্ধ করে দেওয়া হয়।’

আরো পড়ুন  টেলিস্কোপে দেখা যায়নি ‘শিংওয়ালা ধূমকেতু’

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি মার্চ মাসে চালু হওয়া ময়মনসিংহের এ মসজিদ বানাতে অর্থ ও শ্রম দিয়েছেন হিজড়ারা। এতে একটি কবরস্থানও রয়েছে। গত বছর স্থানীয় কবরস্থানে এক হিজড়ার মৃত্যুর পর তাকে শায়িত করতে দেয়নি গ্রামবাসী। এরপর এখানে বানানো হয় আলাদা কবরস্থান।

আরো পড়ুন  গরুর মাংসের কেজি ৫৭০ টাকা

এ প্রসঙ্গে দক্ষিণ চর কালিবাড়ি মসজিদের ইমাম আবদুল মোতালেব বলেন, ‘হিজড়ারা তো আমাদেরই সন্তান। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ইসলাম ধর্ম শেখায় না। হিজড়াও আল্লাহর সৃষ্টি করা অন্যান্য বান্দার মতোই। তাদেরকে বঞ্চিত করা ঠিক না। আমরা সবাই মানুষ। হয়তো কেউ নারী, কেউবা পুরুষ। আল্লাহ সবার জন্যই পবিত্র কোরআন নাজিল করেছেন। এ কারণে সবাইকে নামাজ পড়তে দেওয়া উচিত।’

এ দিকে দক্ষিণ চর কালীবাড়ি মসজিদের আশেপাশের বাসিন্দাদের মাঝেও বেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আসছেন হিজড়া জনগোষ্ঠীর বানানো এ মসজিদে।

আরো পড়ুন  বনানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

কথা হয় ওই এলাকার স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, ‘পর পর ২ সপ্তাহ এ মসজিদে জুমার নামাজ পড়েছি। আগে হিজড়াদের সম্পর্কে আমার অনেক ভুল ধারণা ছিল। একই এলাকায় বসবাস এবং একই মসজিদে নামাজ আদায় করার পর থেকে আমার অনেক ভুল ধারণা দূর হয়েছে।’

প্রিয় পাঠক, এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।  লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected] এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।