28 C
Dhaka
Wednesday, September 11, 2024

অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকতে পারে জানালেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৫ জনের মতো হতে পারে। দুএকজন বেশিও হতে পারে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন।

ওয়াকার-উজ-জামান সংবাদ সম্মেলনে জানান, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরছেন। আমরা ওনাকে রিসিভ করব।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

আরো পড়ুন  ‘ছেলের একটি প্যান্ট এখনও আগলে রেখেছি, কখন এসে বলবে মা প্যান্টটা দাও’

জেনারেল আরও বলেন, রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে অনেক আলোচনা করে আমরা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে নির্বাচিত করেছি। আমি আশা করি উনি সব রাজনৈতিক দলের সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত, উনি সফলভাবে ওনার কাজ সম্পন্ন করতে পারবেন।

এ সময় ওয়াকার-উজ-জামান ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালো কাজ করছে। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন, রাস্তা পরিষ্কার করছেন, যেসব স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সেগুলো পরিষ্কার করছেন। আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজ চালিয়ে যায়।

আরো পড়ুন  ‘মনে হলো নতুন জীবন পেয়েছি’

গুজব নিয়ে সেনাপ্রধান বলেন, এ দেশের সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে। নানা ধরনের গুজব ছড়াচ্ছে অনেকে। দেশের জনগণকে আহ্বান করব তারা যেন গুজবে কান না দেয়। আমরা চমৎকার পরিবেশে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। সেনানিবাসে বিভিন্ন কিছু হচ্ছে এমন গুজব চলছে। এগুলোতে কান দেবেন না এবং এগুলো ছড়াতে সাহায্য করবেন না।

আরো পড়ুন  শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবরে যা বলছে রোসাটম

দেশের আইনশৃঙ্খলা নিয়ে সেনাপ্রধান বলেন, দেশের পরিস্থিতি দিনদিন উন্নতি হচ্ছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি নরমাল হবে। পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ সংবাদ