28 C
Dhaka
Wednesday, September 11, 2024

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শুক্রবার (৯ আগস্ট) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা প্রজ্ঞা ও সততার সঙ্গে জাতিকে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।

আরো পড়ুন  এইচএসসিতে অটোপাস দেয়ার বিষয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

তিনি আরও লিখেছেন, বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি, ‘যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয়, চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক’।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের পদে পদে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আরো পড়ুন  অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, জানালেন আসিফ নজরুল
সর্বশেষ সংবাদ