26 C
Dhaka
Tuesday, January 14, 2025

ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৬

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ ক্রসিং এলাকায় ট্রেন-ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

শুক্রবার সকালে ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরিগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন ট্রাকে ছিলেন, বাকি তিনজন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেছিলেন। ট্রাকে অবস্থান করে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন, চালক বরিশালের উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে মিজান (৩২), তার সহকারী কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল খায়ের (৪০) এবং খায়েরের ছেলে আশিক (১৪)।

তাদের মধ্যে মিজান ও খায়েরকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আশিক চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা গেছে বলে জানান রেলওয়ে পুলিশের এএসআই শাহ আলম। 

আরো পড়ুন  রাসেল ভাইপার দেখলে যোগাযোগ করবেন যেসব নাম্বারে

আর ট্রেনের ইঞ্জিনে কাছে বসে ঘটনাস্থলেই প্রাণ হারান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের শাকতলা গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের ছেলে রিফাত (১৬), মোহাম্মদ ইয়াসিনের ছেলে সাজ্জাদ (১৬) এবং নূর মোহাম্মদের ছেলে দীন মোহাম্মদ (২২)।

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ঈদের কেনাকাটা করতে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনে রওনা হয়েছিল শাকতলা গ্রামের ১১ বন্ধু। তারা সকালে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তিনজন ট্রেনের ইঞ্জিনের কাছে বসেন, বাকি আটজন ভেতরে বসেন।

“পথে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হলে বাইরে বসা তিনজন মারা যান। ভেতরে থাকার কারণে আট জন বেঁচে যান।”

আরো পড়ুন  ব্রিফকেসে আনারের মরদেহ নেওয়ার ভিডিও প্রকাশ্যে

বিকাল সাড়ে ৩টায় শাকতলা গ্রামে জানাজা শেষে নিহত তিনজনকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

ফেনীর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি ফাজিলপুর রেলস্টেশন পার হয়ে মুহুরিগঞ্জের কাছাকাছি পৌঁছালে ই/৩২(১) নম্বর রেলক্রসিংয়ে একটি ট্রাক চলন্ত ট্রেনের সামনে পড়ে। 

“এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।” 

এ ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন  পূজার পর সাঁড়াশি অভিযান : আইজিপি

স্টেশন মাস্টার হারুন জানান, দুর্ঘটনার পর ট্রেনটি আবার পেছনের দিকে ফাজিলপুর স্টেশনে নিয়ে আসা হয়। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ফের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেইল ট্রেন অতিক্রম করার সময় গেইটের ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ঘটনার সময় গেইটম্যান দায়িত্বরত ছিলেন না বলে জানা গেছে।

“দুর্ঘটনার পর থেকে গেইটম্যান সাইফুল পলাতক আছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ