কয়েকদিন আগে ‘জলের গান’ খ্যাত সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়ি আগুনে পুড়ে গেছে বলে খবর ছড়ায়। এ সময় ধানমন্ডি ৩২-এ গায়কের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ঢাকা ও কলকাতার কিছু গণমাধ্যমে ‘সাম্প্রদায়িক হামলা’ উল্লেখ করা হয়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শুরু হতে থাকে নানা চর্চা। মূলত, গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর চলে। ওই সময় রাহুল আনন্দের বাড়ির ঘটনাকে ভিন্নভাবে তুলে ধরা হয় কিছু মাধ্যমে।
এদিকে এ গায়কের বাড়িতে আগুন লাগার বিষয়টি ‘জলের গান’ ফেসবুক পেজ থেকে এক পোস্টে স্পষ্ট করা হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে ফ্যাশন হাউজ খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ এক পোস্টে লেখেন, ‘রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত ও সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি।’
গত ৯ আগস্ট ফেসবুকে পোস্ট করেন ফারহানা হামিদ। পোস্টের শিরোনাম―প্লিজ, লেখাটা পড়ুন ও সত্যটা জানুন। তিনি জানান, ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। মিউজিয়ামের দেয়ালঘেঁষা বাসাটা রাহুল আনন্দের।
ফারহানা হামিদ লিখেছেন, ‘রাহুলদা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন। একপাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও (অনেকের ভিডিওতে এই বাসাটা নিয়ে ভুলভাল কথা বলতে দেখেছি আমি)। সেই বাড়িটা ব্যক্তিমালিকানায় ছিল। ধানমন্ডি ৩২-এর সেখানে আরও অনেক এমন বাসা আছে। রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়ালঘেঁষা এবং সান্তুরের পেছনে ছিল। তাই তার বাসাতেও আগুন দেয়া হয়।’
তিনি আরও লিখেছেন, ‘রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিতো না। আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের এই পরিস্থিতিতে যেকোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই।’
এ ব্যাপারে রাহুল আনন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশের সব শ্রেণিপেশার মানুষ ভালোবাসেন তাকে। কেউ আগুন দিতে যায়নি তার বাড়িতে। তবে হাজার হাজার মানুষের মধ্যে কিছু অতি উৎসাহীরা এমনটা করেছে।