চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় নৌকাডুবির ঘটনায় নববধূসহ নিখোঁজ দুই। মাঝিসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পুরানবাজার এলাকা থেকে চাঁদপুর মোলহেডে আসার পথে স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নৌকা আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
নিখোঁজরা হলেন- নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও সেতু (৩০)। আর উদ্ধার ব্যক্তিরা হলেন- নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩), মুনিয়া (২৬) ও নৌকার মাঝি।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম জানান, দুই মাস আগে তার ছেলে প্রবাস থেকে ফিরে এসে বিয়ে করেন। তারা ঘুরতে বেরিয়েছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়।
চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থলে নৌ-ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড রয়েছে। নিখোঁজ দুই জনকে উদ্ধারের চেষ্টা চলছে।