27 C
Dhaka
Saturday, September 14, 2024

যে ১২ দেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

বুধবার (১৪ আগস্ট) নিউ মার্কেট থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া।

আরো পড়ুন  নতুন প্রধান বিচারপতি কে এই সৈয়দ রেফাত আহমেদ

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, সালমান এফ রহমানের কাছে থেকে ১২ হাজার ৬২৪ ইউএস ডলার, ৬২০ সুইস ফ্রাংক, সাড়ে ৮ হাজার দিরহাম, উজবেকিস্তানের ১৩ লাখ সোম, ১১ হাজার ৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, দেড়শ পাউন্ড, এক হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ভুটানের ৬ হাজার ২৩০ গুলট্রাম, এক হাজার রুপি, থাইল্যান্ডের তিন হাজার ৩২০ বাথ জব্দ করা রয়েছে।

আরো পড়ুন  আ.লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে রিটের শুনানি দিন ধার্য

পাশাপাশি তার কাছে থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরের ডলার এবং তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে।

বুধবার গ্রেপ্তার আসামি সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত তাদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন  আয়নাঘর আমার সৃষ্টি না, নিজেও এ ঘরে ৮ দিন ছিলাম
সর্বশেষ সংবাদ