বিকালে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। তখন সাজেউ খিয়াং ঘরের বাইরে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানায়।
বাগেরহাট
কচুয়া উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর সোনারকুড় গ্রামে এ ঘটনা ঘটে বলে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান।
নিহত লিকচান সরদার (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা।
পরিবার জানিয়েছে, ঝড়ের সময় গ্রামের মাঠে থাকা গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি নিহত হন।
খুলনা
ডুমুরিয়া উপজেলায় বজ্রপাতে এক মাছ চাষির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা জানান।
নিহত ওবায়দুল্লাহ গাজী (২৫) ওই গ্রামের দেলোয়ার হোসেন গাজীর ছেলে।
পরিবার জানায়, ওবায়দুল্লাহ বাড়ির পাশের কানাইডাঙ্গা বিলে মাছের ঘেরে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।