25 C
Dhaka
Saturday, October 5, 2024

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ৮ দফা দাবি ইসকনের

দেশের সব প্রধান মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে হট লাইন চালুসহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের কাছে আটদফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃতসংঘ-ইসকন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে ইসকনের প্রতিনিধি দলের বৈঠককালে লিখিতভাবে এসব দাবি তুলে ধরা হয়েছে।

ইসকন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা দাবি গুলোর মধ্যে রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়ন এবং মনিটরিং সেল গঠন করা। সংখ্যালঘু কমিশন গঠন করা। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসকল হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি ও হত্যাযজ্ঞ হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুস্কৃতিকারীদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ভুক্তভোগি পরিবার ও পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়া।

আরো পড়ুন  সেপটিক ট্যাঙ্কে মিলল আনারের দেহের ‍অংশ

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তি ইসকনসহ অন্য হিন্দু ধর্মাবলম্বী সংগঠনের প্রতি অপপ্রচার করেছে, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

এ ছাড়াও রয়েছে, দুর্গাপুজায় ৩ দিন ও রাথযাত্রায় দুদিন সাধারণ ছুটি ঘোষণা। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পরিপত্র জারি করা এবং তা যথাযথভাবে প্রয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া। ইসকনসহ প্রধান প্রধান মন্দিরসমূহে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা।

আরো পড়ুন  কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুক দায়ী: পলক

বৈঠকে উপস্থিত ছিলেন- ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ, সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস এবং বিমল কুমার ঘোষ, অমানি কুষ্ণ দাস, সুদর্শন জগন্নাথ দাস(সুকান্ত চক্রবর্তী), যুগধর্ম দাস (যুবরাজ গোপ)।

বৈঠক শেষে বিমল কুমার ঘোষ কালবেলাকে বলেন, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিকার ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে। তিনি আমাদের সকল দাবি দাওয়া শুনে ধৈর্য ধারণ করতে বলেছেন। যে কোনো পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

আরো পড়ুন  আসিফ নজরুল পেলেন আরও ২ মন্ত্রণালয়ের দায়িত্ব

আগামী ২৬ আগস্ট ইসকন আয়োজিত শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্টানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ