28 C
Dhaka
Wednesday, September 11, 2024

কোটা আন্দোলনকারীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল। শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ২৯ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন। এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেইট এলাকার দিকে যেতে দেখা যায়।

আরো পড়ুন  সাবেক ডিএমপি কমিশনারের তথ্য ফাঁস করায় বরখাস্ত এডিসি

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে। এই আন্দোলনে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নামে নারায়ণগঞ্জে একাধিক মামলা হয়েছে।

আরো পড়ুন  অসহযোগ আন্দোলন সফল করতে সমন্বয়ক আসিফ মাহমুদের জরুরি নির্দেশনা
সর্বশেষ সংবাদ