35.3 C
Dhaka
Wednesday, September 11, 2024

হাসপাতালের জরুরি বিভাগে থাকেন না চিকিৎসক

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। এতে বিড়ম্বনায় পড়ছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে চিকিৎসক সংকটে এমন অবস্থা হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সর্বমোট জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ১১০। মোট জনসংখ্যার চিকিৎসার জন্য রয়েছে ৫০ শয্যার একটি সরকারি হাসপাতাল। এর আগে থেকেই এ হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। চিকিৎসকের তুলনায় রোগী বেশি হওয়ায় সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তবে জরুরি বিভাগে চিকিৎসক না থাকার ঘটনা এর আগে ঘটেনি। সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ হওয়ায় এমন ঘটনা ঘটছে বলে হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন  নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

হাসপাতালের এক কর্মচারী জানান, বিষয়টি খারাপভাবে নিলে হবে না। জরুরি বিভাগে প্রতিদিন হয়তো চার-পাঁচজন রোগী আসেন। কিন্তু বহির্বিভাগে প্রতিদিন ১৫০-২০০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীর দীর্ঘ সিরিয়াল লেগে থাকে। অনেক সময় রোগীরা ডাক্তার দেখানোর জন্য অপেক্ষায় থেকে অতিষ্ঠ হয়ে যান। এজন্য জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জুনিয়র কনসালট্যান্ট ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে হাসপাতালে চিকিৎসক থাকার কথা ১৭ জন। অথচ রয়েছেন মাত্র ছয়জন। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্বে রয়েছেন। ফলে বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে থাকছেন না চিকিৎসক।

আরো পড়ুন  যে গ্রামের প্রতিটি বাড়ি যেন মদ তৈরির কারখানা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুক্তাদির আরেফিন জানান, হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। বহির্বিভাগে চিকিৎসাকালে জরুরি বিভাগে চিকিৎসক থাকছেন না। এ সময় জরুরি বিভাগে কোনো রোগী এলে বহির্বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক এসে সেবা প্রদান করছেন। আমাদের হাসপাতালে আরও তিন-চারজন চিকিৎসকের পদায়ন হলে মাতৃত্বকালীন সেবাসহ অন্যান্য সেবা প্রদান করা সম্ভব হবে।

আরো পড়ুন  রাস্তার কারণে বিয়ে হয় না যে এলাকার মেয়েদের
সর্বশেষ সংবাদ