35.3 C
Dhaka
Wednesday, September 11, 2024

যে কারণে মাথা নত করে ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি

আট মাস আগে মহাধুমধামে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির মূর্তি উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দিন কতেক আগে সেই মূর্তিটি ভেঙে পড়ে। এ নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মোদি। বললেন, ‘আমি শিবাজি মহারাজ এবং তার মূর্তি ভেঙে পড়ায় যাদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাদের সকলের কাছে ক্ষমা চাইছি।’

আরো পড়ুন  স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী, যেভাবে মৃত্যু হবে তার

শুক্রবার (৩০ আগস্ট) মহারাষ্ট্রের পালঘরে মোদি বলেন, যে মুহূর্তে আমি এখানে অবতরণ করি, আমি প্রথমে মূর্তি ভেঙে পড়ার জন্য শিবাজির কাছে ক্ষমা চেয়েছি। এই মূর্তি ধসে পড়ে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চাইছি।

তিনি বলেন, যারা শিবাজিকে তাদের দেবতা বলে মনে করেন এবং মূর্তি ভেঙে পড়ায় আহত হয়েছেন, তাদের কাছে আমি মাথা নত করে ক্ষমা চাইছি। আমাদের মূল্যবোধ আলাদা। আমাদের কাছে আমাদের দেবতার চেয়ে বড় কিছুই নয়।

আরো পড়ুন  রাইসিকে রাশিয়ার সত্যিকারের বন্ধু বললেন পুতিন

এনডিটিভির খবর অনুযায়ী, গত সোমবার (২৬ আগস্ট) রাজ্যের সিন্ধুদুর্গ জেলায় ছত্রপতি শিবাজির ৩৫ ফুট লম্বা মূর্তিটি ভেঙে পড়ে। এই মূর্তি নির্মাণের উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতি মারাঠা নৌবাহিনী, ছত্রপতি শিবাজির উত্তরাধিকারকে সম্মান জানানো এবং আধুনিক ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র স্থাপন।

তবে উদ্বোধনের মাত্র আট মাসের মাথায় এই মূর্তি ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে ক্ষমতাসীন শিবসেনা সরকার। মূর্তি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের পদত্যাগ দাবি করছেন তারা।

আরো পড়ুন  আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
সর্বশেষ সংবাদ