জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আগামী ২২-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এটা আমি এখুনি কিছু বলতে চাই না। কারণ, আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে (বৈঠক) হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদি যে যাচ্ছেন এটার একশ পারসেন্ট নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন।’
বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটার একটা পদ্ধতি আছে। সে অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি, আমরা দেখা করতে চাই তোমাদের সাথে। এটা নরমাল যে সিস্টেম আছে সে অনুযায়ী এগোবে। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই।’
ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেয়া উচিত কি না, এ ক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব।’
রোহিঙ্গাদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা আশ্রয় দেয়া আর সম্ভব নয়। যারা বাংলাদেশে ঢুকতে চায়, তাদের ফেরত পাঠানো হচ্ছে।