27 C
Dhaka
Saturday, October 5, 2024

বাংলাদেশে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেলো ভারত

বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিবেশী দেশ ভারত। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত আগস্টে বাংলাদেশ থেকে তাদের রপ্তানি আয় কমে গেছে ২৮ শতাংশ।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কমে ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশে ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল ভারত।

আরো পড়ুন  ‘৩০ লাখে’ প্রশ্ন কিনেও ভালো ফল করতে পারেননি তারা!

দুই দেশের বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তুলা। চলতি বছরের আগস্টে বাংলাদেশে এই পণ্যের রপ্তানি কমেছে ১০ শতাংশ বা ১ বিলিয়ন ডলার। গত বছরের আগস্টে বাংলাদেশে ১ দশমিক ১১ বিলিয়ন ডলারের তুলা রপ্তানির করেছিল ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চলমান অস্থিরতার কারণে বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি অর্ডার কমে যাওয়ার কারণেই মূলত ভারতের তুলা রপ্তানি হ্রাস পেয়েছে। বাংলাদেশের রপ্তানি আদেশ কমায় তার একটা প্রভাব পড়েছে ভারতের টেক্সটাইল শিল্পেও। এই শিল্প বাংলাদেশে কাঁচামাল ও অন্যান্য উপকরণ সরবরাহ করে।

আরো পড়ুন  বিজেপিকে ‘খেলা’ দেখিয়ে মামলায়ও জামিন পেলেন রাহুল
সর্বশেষ সংবাদ