27 C
Dhaka
Thursday, October 3, 2024

গভর্নরের নামে ফেসবুক আইডি খুলে নানা তদবির-সুপারিশ

গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। আবার কারো কাছে ব্যাংকের বিভিন্ন সুবিধার জন্য নানা তদবির-সুপারিশ করা হচ্ছে। এসব প্রতারক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আরো পড়ুন  এ কেমন বাজেট, প্রেমেও বাধা, বিয়েতেও বাধা!

এ বিষয় জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি গভর্নরের নাম ব্যবহার করে ফেসবুক আইডি খুলেছে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন তাদের কাউকে ব্যাংকের বিভিন্ন বিষয় তদবির-সুপারিশও করছে। বিষয়টি গভর্নরের নজরে দেওয়া হলে তিনি (গভর্নর) জানান, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। অনেক আগে আমার নামে একটা আইডি খোলা হয়েছিল যেটা এখন তেমন আর সচল নেই। তাই যারা আমার নামে এসব ফেসবুক আইডি খুলেছে সেটা ফেক বা ভুয়া আইডি।

আরো পড়ুন  ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল

এরপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেক/ভুয়া আইডি খোলা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

সর্বশেষ সংবাদ