20 C
Dhaka
Saturday, January 18, 2025

ঝিকরগাছায় আ.লীগ নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম রাজাসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পারবাজার গরুহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত অন্য দুজন হলেন, উপজেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান ও যুবলীগ কর্মী আলমগীর হোসেন বাবু।

আরো পড়ুন  আধা ঘণ্টায় বিক্রি হলো ১২০ টাকা ডজনের ৬ হাজার ডিম

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাবেক কাউন্সিলর আমিরুল তার সার-কীটনাশকের দোকানে আশানুর ও বাবুসহ বসে ছিলেন। হঠাৎ বাইরে থেকে কিছু লোকজন দোকানে এসে তাদের ওপর চড়াও হয়। এ সময় আমিরুল তার দোকানে ঝামেলা করতে নিষেধ করেন। পরে তাদের মারপিট ও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন  কমছে পানি, ভেসে উঠছে ক্ষত

আমিরুলের পরিবার জানায়, রাজনৈতিক মতবিরোধের জেরে কামারুল, বেবুল, রুবেল, তরিকুলসহ অন্তত ১৫জন দেশীয় অস্ত্র নিয়ে আমিরুলের ওপর হামলা করে। দোকানে থাকা তিনজন আহত হয়েছেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোপা অধিকারী বলেন, সাবেক কাউন্সিলর রাজাসহ তিনজনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরো পড়ুন  সিলেটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার | কালবেলা

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম আলী কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ