27 C
Dhaka
Sunday, January 12, 2025

সৌদি যুবরাজের সঙ্গে রমজান কাদিরভের বৈঠক

যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইরান ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নিজের অন্যতম মিত্র ইরানকে বাঁচাতে আগেই পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ মধ্যপ্রাচ্যে গেছেন।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবে গিয়ে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেদ্দায় সোমবার (১৪ অক্টোবর) দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন  ফেসবুকে স্বামীর সঙ্গেই প্রেম, অতঃপর...

ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে রমজান কাদিরভকে স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এরপর তাকে যুবরাজের কাছে নিয়ে যাওয়া হয়।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের বিষয়টি নিজেই জানিয়েছেন কাদিরভ। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ নিয়ে পোস্ট দিয়েছেন এই চেচেন নেতা।

ইরানের মাটি থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক দিন আগেই তেহরান ঘুরে যান রুশ উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচাক। সে সময় তিনি রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা একসঙ্গে মোকাবিলায় রাশিয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন।

আরো পড়ুন  ভারতের রাষ্ট্রপতি ভবনে ঘুরছে রহস্যময় প্রাণী, ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ