18 C
Dhaka
Wednesday, January 15, 2025

কাঁচামরিচে একদিনেই দাম কমেছে ১৬০ টাকা

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কমেছে কাঁচামরিচের দাম। কেজিপ্রতি ভারতীয় কাঁচামরিচ ১৬০ টাকা কমে বর্তমানে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সরেজমিনে সবজি বাজারে গিয়ে দেখা যায়, কৃষকরা পাইকারদের কাছে বেগুন প্রতি কেজি বিক্রি করছেন ৮০ টাকা তা খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকা, আলু দেশি ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, শসা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, করলা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, পেঁয়াজ এলসি ১১০ টাকা খুচরা ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা খুচরায় ১৩০ টাকা, পেঁপে ৩০ টাকা খুচরায় ৪০ টাকা, পটোল ৬০ টাকা খুচরায় ৮০ টাকা, রসুন ২২০ টাকা খুচরায় ২৪০ টাকা, আদা ২৪০ খুচরায় ২৮০ টাকা, শুকনা মরিচ ৩৮০ টাকা খুচরায় ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ঢেঁড়স ৫০ টাকা খুচরায় ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা খুচরা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা খুচরা ৮০ টাকা, চাল কুমড়া ছোট বড় ভেদে ৪০ থেকে ৫০ টাকা খুচরায় ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা খুচরা ২০০ টাকা, মুলা ৪০ টাকা খুচরায় ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, খুচরায় ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন  আমরা জাতিকে বিভক্ত করতে দেব না : জামায়াতের আমির

সরেজমিনে হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা উজ্জ্বল বলেন, দুর্গাপূজার মধ্যে কেজি প্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে কাঁচামরিচ কিনেছিলাম। বর্তমানে কেজিপ্রতি ১০০ থেকে ১৬০ টাকা দাম কমেছে। যে কারণে আজ এক কেজি কাঁচামরিচ কিনলাম। বাজারে সব নিত্যপণ্যের দামই বেশি। সরকার যদি এখনই বাজার নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সাধারণ মানুষ আরও বিপাকে পড়বেন। নিয়মিত বাজার মনিটরিং করা হলে পরিস্থিতি আরও উন্নত হবে।

আরো পড়ুন  বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

হিলি বাজারে কাঁচামরিচ বিক্রেতা হারুন মিয়া বলেন, ৩৫০ থেকে ৪০০ টাকা দরে ভারতীয় কাঁচামরিচ বিক্রি করা হয়েছিল। বর্তমানে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বৃদ্ধির কারণে কিছুটা দাম কমেছে। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতীয় ২৭ ট্রাকে ২৩১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

আরো পড়ুন  জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা

সর্বশেষ সংবাদ