17 C
Dhaka
Sunday, January 19, 2025

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪২)।

আরো পড়ুন  নাফ নদ দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পান বাজার এলাকায় জনৈক এক ব্যক্তির দোকানের সামনে কিছু ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইউসুফ নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার ব্যক্তির দেহতল্লাশি করে তার হেফাজতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ৩১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরো পড়ুন  বিএনপি ক্ষমতায় গেলে কেউ অন্যায় করে পার পাবে না : মুন্না

কামরুজ্জামান বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য উখিয়া থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ