জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমরা এদেশের রাজনীতির জন্য অপরিহার্য না, কিন্তু জিয়া পরিবার দেশের জন্য অপরিহার্য। তিনি বলেন, কারও অপকর্মের দায় দল কখনোই নিবে না।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে যৌথ কর্মিসভায় তিনি এসব মন্তব্য করেন।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মিসভার আয়োজন করা হয়। এসএম জিলানী বলেন, সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবক দল।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।
তিনি আরও বলেন, আমরা রাজনীতি করতে আসছি সম্মানের জন্য, টাকা উপার্জন করার জন্য আসি নাই, আমরা সবাই সন্মানের জন্য রাজনৈতিক করতে চাই। শহীদ জিয়াউর রহমান আদর্শ লালন করতে হবে, তার সম্পর্কে আমাদের জানতে হবে, জিয়াউর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।