20 C
Dhaka
Sunday, January 19, 2025

জনগণের ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যাব : নয়ন

জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি এগিয়ে যাবে বলে জানিয়েছেন দলের প্রধান অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্যদিয়ে তাদের মন জয়ের আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে কাজ করছি। আপনারাও (নেতাকর্মীরা) মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।

আরো পড়ুন  ফেসবুকে মায়ের যে বার্তা শেয়ার করলেন জয়

বুধবার (১৬ অক্টোবর) লালমনিরহাটে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় নয়ন এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সাধারণ সম্পাদক নয়ন বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই আমরা চাই না- আপনাদের সামান্য ভুলের কারণে আমাদের নিজের দলের লোকদের শোকজ করি, বহিষ্কার করি। কারণ, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।

আরো পড়ুন  বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের চক্রান্ত হচ্ছে : আজাদ

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপিদলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেব।

যত দ্রুত সম্ভব জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচারের দাবি জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, শুধু এই বিচার নয়, এ যাবতকালের সব হত্যার বিচার করতে হবে। আমাদের নেতাকর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারেরও দাবি জানাই।

আরো পড়ুন  পূজায় বদলগাছিতে বিএনপি নেতার বস্ত্র বিতরণ

ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাসান আলীসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ