নারায়ণগঞ্জের রূপগঞ্জে নব কিশালয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহেদ আলী উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার সিপিসি-৩ (পূর্বাচল ক্যাম্প) মেজর আবির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের জনকল্যাণ স্কুলের সামনে স্থানীয় নব কিশালয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যার ঘটনা ঘটে। পরে নিহতের খালা বাদী হয়ে রূপগঞ্জ থানায় জাহেদ আলীসহ ৪৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইলফোন, একটি ঘড়ি ও নগদ ৩৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।