17 C
Dhaka
Sunday, January 19, 2025

জমকালো আয়োজনে বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাঠকদের আন্তরিক ভালোবাসায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মাত্র দুবছরেই কোটি পাঠকের আস্থা আর্জন করেছে কালবেলা।

কালবেলার সাফল্যের দুই বছরপূর্তি উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল হাসান তাপস, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল পাটোয়ারী, কালবেলার স্টাফ রিপোর্টার আবু সালেহ মুসা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহাবুবুল আলম মান্নু প্রমুখ।

আরো পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে মক্তবের শিক্ষককে হত্যা

এ সময় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে কোটি কোটি পাঠকের আস্থা অর্জন করেছে।

বিগত এক বছরে বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের নেতৃত্বে জেলার উপজেলা প্রতিনিধিদের সাহসী ভূমিকায় অনেক বড় বড় সংবাদ কালবেলা প্রকাশ করেছে, যা প্রশংসার দাবিদার। এ সময় জেলা প্রতিনিধি আসাদ সবুজসহ উপজেলা প্রতিনিধিদের সাফল্য কামনা করেছেন।

আরো পড়ুন  ক্যাম্পাস হবে ছাত্র রাজনীতির প্রভাবমুক্ত : শ্যামল মালুম

সর্বশেষ সংবাদ