20 C
Dhaka
Saturday, January 18, 2025

আমলাদের সন্তানদের জন্য আপাতত বিশ্ববিদ্যালয় নয়: জনপ্রশাসনমন্ত্রী

আপাতত আমলাদের সন্তানদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে সরকারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

রোববার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যদি ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, সেখানে সবাই পড়াশোনা করতে পারবে।

জেলা প্রশাসকদের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সামনে পেলে অনেকে অনেক দাবি তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ের বিষয়টা সবার জন্য। এখানে সব ধরনের মানুষ ভর্তির সুযোগ পায়।

আরো পড়ুন  কবজি দিয়ে লেখা মিনারার ভর্তি নিশ্চিতের আশ্বাস বেরোবি উপাচার্যের

উল্লেখ্য, সরকারের কাছে নিজেদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছেন আমলারা। এছাড়া সারা দেশে অবস্থিত সরকারি এবং এমপিওভুক্ত কলেজে ব্যাপকভাবে অনার্স ও মাস্টার্স কোর্স চালুকরণ বন্ধ করে বিদ্যমান অনার্স ও মাস্টার্স লেভেলে প্রতি বছর নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তকরণ নিয়ন্ত্রণ করার প্রস্তাবও দিয়েছেন তারা।

সবশেষ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় ২৪ দফা একটি প্রস্তাব দেন সরকারি আমলারা।

আরো পড়ুন  বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

এতে বলা হয়, সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে। এ সময় জনপ্রশাসন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  পদোন্নতি পেলেন হিজাবকাণ্ডে অব্যাহতিপ্রাপ্ত সেই রাবি শিক্ষক

মুক্ত আলোচনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, বৈদেশিক শান্তিরক্ষা মিশনগুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পদ সৃজন এবং পদায়নের ব্যবস্থা করা। উপজেলা নির্বাহী অফিসারদের দীর্ঘদিনের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি সরবরাহ করা। মোবাইল কোর্ট সম্পর্কিত আপিল মামলাটি সরকার পক্ষে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্টকে সংবিধানে অন্তর্ভুক্ত করা।

সর্বশেষ সংবাদ