19 C
Dhaka
Tuesday, December 10, 2024

মানুষের সাথে ‘ধানের শীষের’ শুভেচ্ছা বিনিময় যুবদল সভাপতির

সাধারণ মানুষের সাথে ‘ধানের শীষের’ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শনিবার (১৯ অক্টোবর) সাতক্ষীরা সদর থানা ও তালা উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় দিকনির্দেশনামূলক জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন  খাঁচায় বন্দি শেখ হাসিনা!

এ সময় দেশের মানুষের জন্য ভালো কিছুর অবদান রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।

মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয়ের আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের মনে রাখতে হবে- রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করব, ততই মানুষ আমাদের ভালোবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর।

আরো পড়ুন  টিকটকে অ্যাকাউন্ট খুলল বিএনপি

যুবদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে আমরা দলে জায়গা দেব না। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কিছু আমরা করব না। এমন অনাকাঙ্ক্ষিত কাজে কেউ জড়িয়ে পড়লে আমরা তাকে একবিন্দুও ছাড় দেব না।

সর্বশেষ সংবাদ