19 C
Dhaka
Thursday, December 5, 2024

অনাড়ম্বর অনুষ্ঠানে কামারখন্দে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাফল্যের দুই বছরে পাঠকদের আন্তরিক ভালোবাসায় দুর্বার গতিতে এগিয়ে চলা দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পাবলিক লাইব্রেরির হলরুমে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের একাংশ উপস্থিত ছিলেন।

কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি কিবরিয়া মণ্ডলের সভাপতিত্বে ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান, কামারখন্দ বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, বাংলাদেশ জামায়াত ইসলামীর কামারখন্দ শাখার নায়েবে আমির অধ্যক্ষ আতাউর রহমান, দৈনিক কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র সূত্রধর, বিশিষ্ট শিক্ষানুরাগী আশুতোষ সাহা প্রমুখ।

আরো পড়ুন  পরকীয়া করতে গিয়ে গণধোলাই খেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

এ সময় বক্তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বলেন, অনেক বড় বড় সংবাদ কালবেলা প্রকাশ করেছে। যা প্রশংসার দাবিদার এবং সামনের দিনগুলোতে আরও জোড়ালো ভূমিকা পালন করবে আশা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি অধ্যাপক আব্দুস সবুর, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মো. রাজ , দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি দুলাল হোসেন মণ্ডল, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মারুফ, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ইয়াছিন কবির, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম।

আরো পড়ুন  মক্কার মাটিতে প্রাণ গেল ৪৮ বছর বিনা বেতনে ইমামতি করা সেই ইমামের

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- আইপিও টিভি নিউজ ২১ -এর জেলা প্রতিনিধি আবু তালহা, বাংলাদেশ বেসরকারি বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজির ইসলাম নাঈম, কামারখন্দ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন, কামারখন্দ জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য আশরাফুল ইসলাম, কামারখন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, মাহবুব সাকিব, সাগর আহমেদ, নাহিদ ইসলাম, মাসুদ রানা, সজীব সরকার, মুমিত শেখ, মাকসুদুল হাসান-সহ কামারখন্দের আলোকিত ব্যক্তিত্বগণ।

আরো পড়ুন  বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টানানো রশির সাহায্যে মসজিদে যাচ্ছেন অন্ধ মুয়াজ্জিন

সর্বশেষ সংবাদ