17 C
Dhaka
Tuesday, December 10, 2024

উখিয়ায় অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও অ্যামোনেশনসহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন)-এর হাতে গ্রেপ্তার হয়েছে হোসাইন জোহর (৩২) নামে আরসার গান গ্রুপ কমান্ডার।

রোববার (২০ অক্টোবর) ভোরে উপজেলার ১৫নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর থাইংখালী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা মৃত মো. দলুমিয়ার ছেলে।

আরো পড়ুন  উত্তরা-টঙ্গী রুটে হবে মেট্রোরেলের ৫ স্টেশন

৮-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর কালবেলাকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হোসাইন জোহরকে তার নিজ বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড অ্যামোনেশন এবং চার রাউন্ড খালি খোসাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সে মিয়ানমারের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। সে আরএসও কমান্ডার খায়রুল আমিন হত্যার এজাহারভুক্ত আসামি।

আরো পড়ুন  দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন কালবেলাকে জানান, হোসাইন জোহরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় সোপর্দ করেছে ৮-এপিবিএন।

সর্বশেষ সংবাদ