30 C
Dhaka
Tuesday, November 5, 2024

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

পশ্চিম তীরে হেবরনের ইব্রাহিমি মসজিদ মুসলমান ইবাদতকারীদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) মুসলিমদের জন্য মসজিদ বন্ধ করে দিলেও দরজা খুলে যায় ইহুদিদের জন্য।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইহুদিদের সুককোত উৎসব পালনে এ দিন অবৈধ বসতি স্থাপনকারীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়।
হেবরনে ফিলিস্তিনি ওয়াকফের জেনারেল-ডিরেক্টর ঘাসান আল রাজাবি জানান, মঙ্গলবার পর্যন্ত মসজিদটি বন্ধ থাকবে। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মসজিদ কমপ্লেক্সের দুই-তৃতীয়াংশের বেশি স্থায়ীভাবে দখল করে রেখেছে বলেও জানান রাজাবি।

আরো পড়ুন  মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত (ভিডিও)

দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের হেবরনের ওল্ড সিটিতে এই ইব্রাহিমি মসজিদের অবস্থান। মসজিদটি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন। ওই এলাকায় প্রায় ৪০০ অবৈধ বসতি স্থাপনকারীর বাস। আর মসজিদটির পাহারায় রয়েছে প্রায় দেড় হাজার ইসরায়েলি সেনা।

মুসলিম ও ইহুদি- উভয় সম্প্রদায়ের কাছেই ইব্রাহিমি মসজিদের বেশ গুরুত্ব রযেছে। এখানে ইব্রাহিম (আ.) ও ইসহাক (আ.) ও ইয়াকুব (আ.) এর কবর রয়েছে।

আরো পড়ুন  মিয়ানমানের জান্তার বিরুদ্ধে একজোট মুসলিম-খ্রিস্টানরা

সর্বশেষ সংবাদ