ইসরাইল-লেবাননের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম ধাপে লেবানন থেকে ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি দেশে পৌঁছেছেন। এই ৫৪ জন সম্পূর্ণ সরকারি খরচে দেশে এসেছেন।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সৌদি এয়ারলাইন্সের ৮১০ এসবি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা রাত ১টা ২০ মিনিটে জেদ্দা বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এ জন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।