ইসরাইল-লেবানন যুদ্ধের কারণে লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন খরচ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেবানন ফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানানোর সময় তিনি এ কথা বলেন।
লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কে প্রবাসীকল্যাণ উপদেষ্টা বলেন, লেবাননে কোনো জায়গাতেই বাংলাদেশিরা নিরাপদে নেই। তাদের ফিরিয়ে আনতে যা করার, সরকার করবে। জানান, বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ১৭ কোটি টাকা খরচ করেছে সরকার। তাদের সহায়তা করছে সরকার। তিনি জানান, এই বাংলাদেশিরা লেবাননে ফিরে যেতে না পারলে, তাদের বিকল্প কর্মসংস্থান তৈরি করবে সরকার।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওম জানায়, ২০০ বাংলাদেশিকে লেবানন থেকে ফিরিয়ে আনতে সহায়তা করবে তারা। আজ ফিরে আসা বাংলাদেশিদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দিয়েছে আইওএম। তাদের সাইকো সোশ্যাল সাপোর্ট দেওয়া হবে।
ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ বাংলাদেশি। সোমবার সন্ধ্যায় জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এর আগে রবিবার স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে লেবাননের রাষ্ট্রীয় সংস্থা মিডল ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন ৫৪ বাংলাদেশি। দূতাবাসের ব্যবস্থাপনায় তাদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বাসে করে নিয়ে যাওয়া হয়।
এদিকে মঙ্গলবার দ্বিতীয় ফ্লাইটে মোট ৬৫ বাংলাদেশিকে বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকায় নিয়ে আসা হবে। দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাসে আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।