25 C
Dhaka
Thursday, November 14, 2024

জুয়া আসর থেকে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ১২ নম্বর রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকার জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু (৫০) ও আব্দুল কদ্দুস (৫৫)।

আরো পড়ুন  শের-ই-বাংলা মেডিকেল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী বলেন, শুনেছি প্রায়ই সেখানে খেলা হতো। এমনকি গ্রেপ্তার বাবলুও এ তথ্য ১৫-২০ দিন আগেও পুলিশকে জানিয়েছিল। আজকে সেনাবাহিনীর সদস্যরা এসে বাবলুসহ আরও দুজনকে ধরে নিয়ে গেছে। তারা জুয়ার আসর সম্পর্কে আমাকেও বিভিন্ন প্রশ্ন করেছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু এবং আব্দুল কুদ্দুসকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। দুজনকে জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে নেত্রকোনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন  বোন-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাই গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ