28 C
Dhaka
Saturday, November 23, 2024

বকেয়া বেতনের দাবিতে গতকাল থেকে টানা মহসড়ক অবরোধ

বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল সকাল থেকে মহাসড়ক অবরোধ করে টানা বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। যার ফলে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক,নবীনগর চন্দ্রা মহাসড়কে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার যানজট। দুই মহাসড়কের ত্রি-মোহনায় অবরোধের ফলে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারীরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আরো পড়ুন  সাভারে পীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

শ্রমিকদের দাবি, প্রায় তিন মাসের বেতন ভাতা পরিশোধ না করেই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষ একাধিকবার বেতন ভাতা পরিশোধসহ সমস্যাটি সমাধান করে কারখানাটি খুলে দেওয়ার কথা বললেও কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া কারখানার শ্রমিকদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। অন্তত ৪-৫ মাসের বকেয়া বেতন পাবেন শ্রমিকরা।

কারখানাটির এক শ্রমিক সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের বেতন ভাতা না দিয়েই কারখানাটি তিন মাস ধরে বন্ধ রাখা হয়েছে। ফলে আমরা দোকানের বাকি, বাসা ভাড়া, কারেন্ট বিল কোনো কিছুই ঠিকভাবে দিতে পারছি না। বাড়ি ভাড়ার টাকার জন্য প্রতিদিনই বাড়িওয়ালাদের কথা শুনতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ আমরা অবরোধ তুলব না।

আরো পড়ুন  পিলার আছে সেতু নেই, ঠিকাদার বললেন টাকা শেষ

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক কালবেলাকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল থেকেই আমরা শ্রমিকদের সঙ্গে মাঠে ছিলাম। আজও রয়েছি। সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো পড়ুন  অনলাইনে শত শত তরুণীর অশ্লীল বিজ্ঞাপন, ব্ল্যাকমেইল করে চলতো দেহব্যবসা

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকের বিষয়ে আলোচনা চলছে।

সর্বশেষ সংবাদ