28 C
Dhaka
Saturday, November 23, 2024

অবমাননা: বিএনপিপন্থি ৭ আইনজীবীকে অব্যাহতি

আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলা থেকে বিএনপিপন্থি সাত আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। একইসঙ্গে আদালতে উপস্থিত না থাকায় অবমাননার আবেদনকারী আইনজীবী নাজমুল হুদাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) আদালত অবমাননার রুল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আরো পড়ুন  গালাগাল করায় প্রেমিকাকে গলাকেটে হত্যাচেষ্টা প্রেমিকের

জরিমানার এক লাখ টাকা তিন সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে।

গত বছরের ২৯ আগস্ট বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। আইনজীবী নাজমুল হুদার পক্ষে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি এ আবেদন দায়ের করেন।

সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের তৎকালীন সভাপতি প্রয়াত এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

আরো পড়ুন  আ.লীগের ফেসবুক জরিপে ৩৩ হাজার প্রতিক্রিয়ায় ১৭ হাজার ‘হা হা’
সর্বশেষ সংবাদ