20 C
Dhaka
Tuesday, December 10, 2024

সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান : রাষ্ট্রপতিকে চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা পালানোর পরে রাষ্ট্রপতি বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে তিনি বলেন পদত্যাগপত্র তিনি পাননি। তিনি কচ্ছপের মতো আচরণ করেছেন—বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন, বিপদ গেলে আবার মাথা বের করেছেন। সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান। আর তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করাবো।

রোববার (৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে ফ্যাসিবাদ ও তাদের দোসরদের আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমরা কারও লেজুড়বৃত্তিক হতে চাই না। বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলামের ১২টা বাজিয়েছেন। ৫ আগস্টের পর ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে আশা করা যায় ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। স্বাধীনতার পর থেকে যারা দেশের ক্ষমতায় বসেছেন তারাই স্বৈরাচার হয়েছেন। গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

আরো পড়ুন  পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নিয়ে আহমাদুল্লাহর কড়া বার্তা

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে যারাই দেশের ক্ষমতার চেয়ারে বসেছে তারাই স্বৈরাচার হয়েছে। গত দেড় যুগের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ তায়ালা আমাদেরকে রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক না হতে পারে এজন্য পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে।

আরো পড়ুন  ‘প্রযুক্তিজ্ঞান ছাড়া দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না’

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি আওয়ামী স্বৈরাচার বিদায়ের পর অনেক নব্য স্বৈরাচার চাঁদাবাজি-দখলদারিত্বে লিপ্ত হয়েছে। তাদেরকে আওয়ামী লীগের পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে সুস্থ রাজনীতি চর্চার আহ্বান জানাই।

সংগঠনের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, বাগেরহাট খান জাহান আলী (রহ) এর পুণ্যভূমি। ইসলামী আন্দোলনের উর্বরভূমি এ বাগেরহাট। বাগেরহাট থেকে ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে হাতপাখার বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, যুব নেতা এইচ এম ইসমাইল হোসেন ও হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ মাওলানা শোয়াইব হোসেন, জেলা কমিটির উপদেষ্টা আলহাজ মাওলানা মুজ্জাম্মিল হক কাসেমী। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাস্টার মকবুল হোসেন, এইচ এম সাইফুল ইসলাম, ফকির মো. শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কবির হোসেন বাচ্চু পাইক, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মুফতি নূরুজ্জামান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম, যুব নেতা মাওলানা আবু বকর, মাওলানা সালমান আশরাফী, ছাত্র নেতা আব্দুল আজিজ, হোসাইন আহমাদ, মোহাম্মাদুল্লাহ, মাহদী হাসান প্রমুখ।

আরো পড়ুন  যে কারণে বন্ধ মেট্রোরেলের এমআরটি পাস ইস্যু
সর্বশেষ সংবাদ