যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একজন নির্বাচনকর্মী তারই সহকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়েছেন। এ অভিযোগে সোমবার (৪ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
তবে ওই ব্যক্তি একজন ভোটারের ছদ্মবেশে হুমকির পত্রটি পাঠান। পরে তদন্তকারীরা তার পরিচয় শনাক্ত করে।
নির্বাচনে সহায়তাকারী ওই কর্মী যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিভাষায় ‘পোল ওয়ার্কার’ নামে পরিচিত। তার নাম নিকোলাস উইমবিশ (২৫)। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় একজন ভোটারের সঙ্গে তার ঝগড়া হয়। এর জেরে ইলেকশন সুপারিনটেনডেন্টের কাছে একটি চিঠি মেইল করেন। সেই চিঠি এমনভাবে লেখা যাতে মনে হয় সেটি ভোটার লিখেছেন।
চিঠিতে বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের ‘উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা। আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে। আগাম ভোটের জায়গায় বোমা, সিগারেট জ্বলছে। নিরাপদ থাকুন।’
কর্তৃপক্ষ জানায়, উইমবিশের বিরুদ্ধে বোমা হামলার হুমকি দেওয়া, বোমা হামলা নিয়ে ভুয়া তথ্য দেওয়া এবং এফবিআইকে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে বিস্তর তদন্ত হচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে লড়তে যাচ্ছেন কমলা হ্যারিস এবং রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ৭টি গুরুত্বপূর্ণ রাজ্য মূল ভূমিকা পালন করবে। কারণ এগুলোতে ভোটের ফলাফল নির্ধারণ করা কঠিন, রাজ্যগুলোতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থীদের সমর্থন প্রায় সমান। তাই দোদুল্যমান এই অঙ্গরাজ্যগুলোর দিকেই নজর সবার। এমনকি দুই প্রার্থীও এই অঙ্গরাজ্যগুলোর ভোটারদের দিকে তাকিয়ে আছেন।
এর মধ্যে রবিবার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস। আরব আমেরিকানদের ভোটারদের সমর্থন পেতেই এই ধরনের প্রতিশ্রুতি দেন তিনি।
কমলা বলেন, গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এ বছরটি কঠিন ছিল। ক্ষমতায় এলে গাজায় যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে।
একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ট্রাম্প বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।