18 C
Dhaka
Tuesday, December 10, 2024

পেনসিলভানিয়ায় জিতলেই জিতে যাব : ট্রাম্প

যদি পেনসিলভানিয়ায় জিতে যান, তবে নির্বাচনে জিতে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে নিজের এ বিশ্বাসের কথা জানান তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেওয়ারও আহ্বান জানান ট্রাম্প।

তিনি বলেন, পেনসিলভানিয়ায় জিতলেই আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারব।

ভোটারদের উদ্দেশে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাব; আমরা সবকিছু জিতে যাব।

আরো পড়ুন  ইউরোপে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী বিক্ষোভ, নেদারল্যান্ডসে ধরপাকড়

এ সময় ট্রাম্প বলেন, এখন বড় প্রশ্ন হলো ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারব কি না। কেন না, ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যটি।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলা হচ্ছে, তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার সর্বশেষ পূর্বাভাসে এ সম্ভাবনার কথা বলা হয়েছে।

আরো পড়ুন  ফের করোনা আতঙ্ক, সপ্তাহে মরছে ১৭০০ মানুষ

সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউইয়র্ক টাইমসে পূর্বাভাস তৈরি করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৮৮ শতাংশ। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে।

এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২১১। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৪৫টি ভোট। এর মধ্যে কমলা মোট ভোটের ৪৬.২ শতাংশ এবং ট্রাম্প ৫২.৩ শতাংশ ভোট পেয়েছেন।

আরো পড়ুন  কাবা তাওয়াফের পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, এর আগে যা বলেছিলেন

নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস আরও বলছে, ট্রাম্প ৩০১টি ইলেকটোরাল কলেজ ভোট এবং কমলা ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়েও পার্থক্য হয়েছে।

সর্বশেষ সংবাদ