17 C
Dhaka
Tuesday, December 10, 2024

ট্রাম্প-কমলাকে নিয়ে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করল এআই

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনা চরমে। ভোটগ্রহণ শুরু হলেও ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে চলছে নানা কল্পনা-জল্পনা। সবার মনেই রয়েছে একটাই প্রশ্ন কে জিতবেন? সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস? জনমত জরিপ, রাজনীতির কার্টুন সবই এই লড়াইয়ের দিকে চোখ রেখে অনুমান করছে। কিন্তু এবারে যুক্ত হয়েছে এক নতুন মশলা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা অদ্ভুত এক ভবিষ্যদ্বাণী করেছে।

প্রখ্যাত ভবিষ্যৎবক্তা নস্ত্রাদামুসের মতো এআই চ্যাটবট এবার জানিয়েছে, আগামী দিনে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঘটতে পারে অভূতপূর্ব পরিবর্তন। শুধু তাই নয়, এআই’র মতে, এই পরিবর্তনের পরিণতি হতে পারে বিস্ময়কর সামাজিক অস্থিরতা। নির্বাচনী ময়দানে জয়ের আশা ট্রাম্প ও কমলার মধ্যে হলেও চ্যাটজিপিটির মতে, একজন অপ্রত্যাশিত শক্তি উঠে আসবে অন্ধকার থেকে এবং এই শক্তি দখল করবে ক্ষমতার মসনদ।

আরো পড়ুন  নারী কনস্টেবলের হাতে কামড়ে দিলেন বিজেপি নেত্রী, ব্যাপক সমালোচনা

আরও চমকপ্রদভাবে, চ্যাটজিপিটি ভবিষ্যদ্বাণী করেছে যে শেষ মুহূর্তে এক নাটকীয় মোড়ের কারণে ট্রাম্প এবং কমলা কেউই হয়তো ক্ষমতায় পৌঁছাতে পারবেন না। বরং আলোচনায় না থাকা একটি নাম উঠে আসবে। এই ভবিষ্যদ্বাণীতে যেন অন্ধকারে লুকিয়ে থাকা কোনো রহস্যময় শক্তির ইঙ্গিত।

ট্রাম্প ও কমালার নির্বাচনী সঙ্গী হিসেবে লড়ছেন ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স এবং মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। যদিও তারা মার্কিন রাজনীতিতে খুব আলোচিত মুখ নন, তবুও কি এই দুজনের মধ্যেই লুকিয়ে আছে সেই ‘অজানা শক্তি’? এই প্রশ্নে চ্যাটজিপিটি রহস্যময় উত্তর দিয়েছে ‘ভবিষ্যৎই তার উত্তর দেবে।’

আরো পড়ুন  নতুন গিলাফে আবৃত কাবা শরিফ

এখানেই শেষ নয়; চ্যাটজিপিটি ইঙ্গিত দিয়েছে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক অসন্তোষের সম্ভাবনার কথা। নির্বাচনের সময় বিক্ষোভ, সমাবেশ ও সহিংসতার সম্ভাব্য চিত্র তুলে ধরে এআই বলছে, ‘ঈগলের দেশে প্রতিবাদ ও বিভাজন বাড়বে।’ আবারও হয়তো ৬ জানুয়ারির মতো এক অস্থির পরিবেশ তৈরি হতে পারে, যেখানে দেশ ঢেকে যাবে অশান্তির কালো মেঘে।

আরো পড়ুন  নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন, খেপলেন বাইডেন
সর্বশেষ সংবাদ