19 C
Dhaka
Thursday, December 5, 2024

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন যেসব বিশ্ব নেতারা

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে ইতোমধ্যেই দেশটির রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। এ ঘোষণার পরপরই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও রয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী।’ ট্রাম্পের এই জয়কে ঐতিহাসিক রাজনৈতিক জয় বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন  প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, জরুরি বৈঠক ইরান সরকারের

শুভেচ্ছা বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘সম্মান ও উচ্চাকাঙ্ক্ষার সাথে শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা চার বছর ধরে একত্রে কাজ করতে প্রস্তুত।’

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে শুভেচ্ছা বার্তায় লিখেন, ঐতিহাসিক নির্বাচনী জয়ে অভিনন্দন বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আমাদের পূর্বের কোলাবোরেশন নবায়ন ও ভারত-যুক্তরাষ্টের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার অপেক্ষায় আছি। আমরা একসঙ্গে আমাদের জনগণের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করতে পারব।

আরো পড়ুন  লাইভে সংবাদ পাঠের সময় মাছি গিলে ফেললেন উপস্থাপিকা, অতঃপর...

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এ বিজয় ট্রাম্পের জন্য ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তন, এর জন্য তাকে অভিনন্দন। ঐতিহাসিক এ প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা। এ জয়ে ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন তিনি।

ট্রাম্পকে সমর্থন জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্সের এক বার্তায় লিখেছেন, ‘বিশ্বব্যাপী শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করছি। ট্রাম্পের এই নীতি ইউক্রেনে শান্তি আনতে সক্ষম।’

আরো পড়ুন  ইরানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ নিয়ে হাজির রাশিয়া

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি ট্রাম্পের এ জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বড় ধরনের প্রত্যাবর্তন বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের জন্য এই জয় প্রয়োজন ছিল।

এদিকে বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতোমধ্যে ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ২২৪টিতে।

সর্বশেষ সংবাদ