16 C
Dhaka
Sunday, January 12, 2025

শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী

নড়াইলে ৯ বছরের শিশু সুফিয়া ধর্ষণও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) নিহতের গ্রাম কালিয়ার কাঞ্চনপুরে তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী এসব কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে নিহত সুফিয়ার শোকার্ত স্বজন সহপাঠীসহ সর্বস্তরের মানুষ স্থানীয় বারইপাড়া কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। সুফিয়া এই বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সমবেত সকলে পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে সামিল হন। এ সময় সবার হাতে ছিল সুফিয়া ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি সংবলিত ব্যানার ফ্যাস্টুন। অন্তত ৪০ মিনিট স্থায়ী মানববন্ধনে বক্তারা হৃদয় বিদারক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণ ও খুনে জড়িতদের অবিলম্বে শনাক্তের দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

আরো পড়ুন  নাটোর বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত আরও ৬

মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ দিকে ঘটনায় জড়িতদের শনাক্তে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বুধবার (১ মে) সকালে ইটভাটা শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে নিজেদের কাঞ্চনপুরে গ্রামেরই সুপার ব্রিকসে যায় ৯ বছরের শিশু সুফিয়া। বাবাকে ভাত পৌছে দিতে পারলেও সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি সুফিয়ার। পথিমধ্যে নির্জন এলাকায় তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করতে নবগঙ্গা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সুফিয়াদের গ্রামের ৩ কিলোমিটার দূরে ইসলামপুরে নদী থেকে তার ভাসমান মরদহে উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে।

আরো পড়ুন  আজ থেকে ছুটবে মেট্রোরেল, টিকিট ক্রায় নিয়ে যা জানা গেল
সর্বশেষ সংবাদ