25 C
Dhaka
Tuesday, November 12, 2024

এসএসসিতে ফেল করায় গলায় ফাঁস দিল প্রিন্স

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় প্রিন্স হাসান মাহাতী নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১২ মে) পরীক্ষার ফলাফল ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোহাম্মদপাড়ায় বোনের ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই পরীক্ষার্থী।

নিহত প্রিন্স সদর উপজেলার মেরী গোপিনাথপুর গ্রামের শরীফ মহসিন আলী বেল্টুর ছেলে। সে এ বছর মেরী গোপিনাথপুর খন্দকার শামসুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

আরো পড়ুন  কুলাউড়া ছাত্রলীগ সভাপতি তায়েফ কারাগারে

গোপালগঞ্জ সদর থানার এসআই বিপ্লব কুমার দাস জানান, প্রিন্স হাসান মাহাতী এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর গোপালগঞ্জ শহরের মোহাম্মাদপাড়ায় বোনের বাসায় বেড়াতে যায়।

রোববার বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। সে গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে মনের কষ্টে বোনের ভাড়া বাসার পঞ্চম তলার একটি কক্ষে দরজা জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আরো পড়ুন  আদানির বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়ার ব্যাপারে যা বলল ভারত

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ