27 C
Dhaka
Thursday, February 6, 2025

বিয়ের অনুষ্ঠানে মুরগির ‘লেগ পিস’ নিয়ে মারামারি, ভিডিও ভাইরাল

বিয়ের অনুষ্ঠান মানেই এক খুশির আমেজ। কিন্তু নানা কারণে প্রায়ই বিয়ের অনেক অনুষ্ঠানে হট্টগোল দেখা যায়, যার বেশিরভাগই আবার ঘটে খাবার নিয়ে। এবার ভারতের উত্তর প্রদেশেও ঘটেছে এমনই এক ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিয়েবাড়িতে বরযাত্রীদের যে বিরিয়ানি দেয়া হয়েছে, তাতে মুরগির ‘লেগ পিস’ ছিল না। এমন অভিযোগ থেকে হট্টগোল শুরু করে বরপক্ষ।

আরো পড়ুন  পাকিস্তানকে সম্মান করুন, ওদের কাছে পরমাণু বোমা রয়েছে: কংগ্রেস নেতা

এ ঘটনার একপর্যায়ে চেয়ার ছুঁড়াছুড়ি থেকে শুরু করে মারামারি পর্যন্ত গড়ায়।

খাবার নিয়ে এমন হট্টগোলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিরিয়ানিতে লেগ পিস না দেখে রেগে যায় বরপক্ষের মেহমানরা। শুরু করেন হইচই।

এরপর সেই হট্টগোল রুপ নেই মারামারিতে। এক পক্ষের লোক আরেক পক্ষের দিকে চেয়ারও ছুঁড়তে থাকে।

আরো পড়ুন  বিরোধী দলীয় নেতা হলেন রাহুল গান্ধী

এমনকি ওই মারামারিতে জড়িয়ে পড়েন বর নিজেও। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

সর্বশেষ সংবাদ