27 C
Dhaka
Saturday, July 13, 2024

ভারতে বহুতল ভবন ধস, অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতের গুজরাট রাজ্যে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এর ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, গুজরাট রাজ্যের সুরাটে শনিবার (৬ জুলাই) একটি ছয়তলা ভবন ধসে পড়ে। বেশ কয়েকজন মানুষ এর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে।

সুরাট শহরের কালেক্টর সৌরভ পারধি জানিয়েছেন, আমরা ছয়তলা একটি ভবন ধসে পড়ার তথ্য পেয়েছি। প্রাথমিক তথ্য মতে, প্রায় ৪-৫টা ফ্ল্যাটে মানুষ ছিল।

আরো পড়ুন  ট্রাম্প কি জেলে যাবেন?

তিনি জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে একজন নারীকে উদ্ধার করা হয়েছে। আরও ৩-৪ জন আটকা রয়েছে।

সুরাট পুলিশ কমিশনার অনুপম সিং গেহলত বলেন, পালি গ্রামের একটি ভবন ধসে পড়েছে। ভবনটি ২০১৬-১৭ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ