ভারতের জম্মু ও কাশ্মিরের কুলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) আলাদা দুটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
অপরদিকে সেনাদের ছোড়া গুলিতে সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হয়েছেন। আরও চারজন লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কুলগামের দুটি আলাদা বিভাগে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছেন।
নিহত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে। সেখানে তাদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয়। অন্যদিকে সেনাদের অভিযানে সেখানকার একটি বাড়িতে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য আটকা পড়েছেন। ওই এলাকায় হঠাৎ করেই বড় হামলার মুখে পড়ে যান সেনারা।
আরেক সেনা নিহত হন কুলগামের ফ্রিসালে। সেখানে তোলা একটি ড্রোন ভিডিওতে দেখা গেছে একজনের মরদেহ পড়ে আছে। যেটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যের। ওই এলাকায় এক সেনা নিহত হওয়ার পাশাপাশি আরেক সেনা আহত হয়েছেন।
সশস্ত্র ওই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।
গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।