34 C
Dhaka
Thursday, July 18, 2024

চলন্ত ট্রেনের সামনে হাতে হাত রেখে শুয়ে পড়লেন বাবা ও ছেলে, বাঁচানোর সুযোগ পেল না কেউ

ভারতের মহারাষ্ট্রে চলন্তে ট্রেনের নিচে শুয়ে পড়ে বাবা ও ছেলে আত্মহত্যা করেছেন। মুম্বাই থেকে ৩২ কিলোমিটার দূরে ভয়ান্দর রেলওয়ে স্টেশনে তারা দুজন আত্মহত্যা করেন। গতকাল সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

বাবা ও ছেলের এই আত্মহত্যার ভয়াবহ দৃশ্য সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে, তারা একেঅপরের সঙ্গে কথা বলতে বলতে স্টেশন থেকে রেল লাইনের দিকে হেঁটে যাচ্ছেন। তখন তাদের পাশ দিয়ে একটি ট্রেনও যাচ্ছিল। হেঁটে প্লাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার পর তারা দুজন রেললাইনে নামেন।

আরো পড়ুন  ফিলিস্তিনিদের অ্যাকাউন্ট বন্ধ করছে মাইক্রোসফট!

ওই সময় তারা একেঅপরের হাত ধরে রেখেছিলেন। রেললাইনে নামার পর যখন তারা দেখতে পান অপর পাশের রেললাইন দিয়ে একটি ট্রেন আসছে, তখন সেখানে গিয়ে একসঙ্গে দুজন শুয়ে পড়েন।

নিহতরা হলেন, বাবা হারিশ মেহতা (৬০) ও তার ছেলে জয় মেহতা (৩৫)। দুইজনই নালাসোপাড়াতে থাকতেন।

কী কারণে এ দুজন আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।

আরো পড়ুন  দিনদুপুরে বাড়িতে ঢুকে গুলি, চার শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত
সর্বশেষ সংবাদ