25 C
Dhaka
Tuesday, November 12, 2024

দ্বিতল বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কা, নিহত ১৮

ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে দ্বিতল বাসে দুধের ট্যাঙ্কারের ধাক্কায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পৌঁছালে বাসটিকে পেছন থেকে একটি দুধের ট্যাঙ্কার ধাক্কা দেয়।

আরো পড়ুন  মসজিদে প্রবেশ করে ছুরি হামলা, তরুণ গ্রেপ্তার

কর্মকর্তারা জানান, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ