35.3 C
Dhaka
Wednesday, September 11, 2024

আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিল পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে গেছেন এক পুলিশ সদস্য। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকায় থাকলেও পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হঠাৎ শিশুটি মাটিতে পড়ে যায়। কে বা কারা গুলি করেছে দেখা যায়নি। শিশুটির নাম শফিক আলী। সে আখালিয়া বড়গুল এলাকার আমির আলীর ছেলে।

আরো পড়ুন  ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

এ সময় কেউ এগিয়ে না এলেও পুলিশ শিশুটিকে জাপটে বুকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রথমে মাউন্ট এডোরা হাসাপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

তবে সন্ধ্যার পরপরই গুজব ছড়ানো হয় যে ছেলেটি মারা গেছে। ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি সুস্থ আছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত।

আরো পড়ুন  সন্তানের স্কুল থেকে বাজার, গাড়ি বিলাসে মেতেছেন সরকারি কর্মকর্তারা!

শুক্রবার (২ আগস্ট) সিলেটের আখালিয়ায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিশু, আন্দোলনকারী, সাংবাদিক ও পুলিশসহ আহত হন অন্তত ১০০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। পরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৫ জনকে আটক করে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ জানান, আখালিয়ার ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারপরও একটা শিশু আহত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। এ মানবিকতা পুলিশের মধ্যে সবসময় আছে।

আরো পড়ুন  পাহাড় থেকে জলাশয় সবই দখল করেছিল হাছান মাহমুদের পরিবার (ভিডিও)
সর্বশেষ সংবাদ