28 C
Dhaka
Wednesday, September 11, 2024

তরুণদের পক্ষ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক দফা দাবির ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বিকেলে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শহিদ মিনারে এই ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

এ সময় রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে অসহযোগ আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য সবার উদ্দেশে ১৫টি নির্দেশনা দেয়ার পাশাপাশি আন্দোলনের বাইরে যেসব বিষয় থাকবে, সেটিও জানান তিনি।

আরো পড়ুন  আঙুলের ছাপ পরীক্ষায় মিলল ঢাকায় নিহত আরেকজনের পরিচয় শনাক্ত

এদিকে, আন্দোলনে সংহতি জানিয়ে শনিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। রাত ১০টা ৬ মিনিটে দেয়া ওই পোস্টে তিনি তরুণদের পক্ষে থাকার বিষয়টি জানিয়েছেন।

পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘আমি তারুণ্যের পক্ষে! বিজয় তাদেরই হবে, ইনশাআল্লাহ।’

অন্যদিকে, রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

আরো পড়ুন  ভাঙল রেললাইন, পাটের চট বিছিয়ে চলছে ট্রেন
সর্বশেষ সংবাদ