31 C
Dhaka
Tuesday, October 8, 2024

ড. ইউনূসের প্রতিনিধিদলে কতজন থাকছেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে সফরে সাতজনের তালিকা দেখা গেছে, সেটি সঠিক কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন,
সাতজনের তালিকা যেটি প্রকাশ হয়েছে, সেটি সঠিক। এরআগেও একটা তালিকা আছে, সেখানে আমিও আছি। আমি যাচ্ছি। অনেকে বলছেন তালিকা প্রকাশ হয়েছে আপনার নাম দেখছি না, আমি বললাম না আমি যাচ্ছি।

আরো পড়ুন  সহিংসতায় শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির

প্রধান উপদেষ্টার সাথে তার মেয়েও যাচ্ছে। আমরা কি সে আগের মতো পরিবারতন্ত্রের দিকে চলে যাচ্ছি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটার সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন (ধারণা) না করলে খুশি হবো।’

তাহলে প্রতিনিধি দলে মোট কতজন থাকছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যা খুবই কম। ধরুন ১০-১২ জন। এরবেশি বড় কিছু হবে না। একেবারেই লিমিট রাখার চেষ্টা করব।’

আরো পড়ুন  ‘মনে হলো নতুন জীবন পেয়েছি’
সর্বশেষ সংবাদ