30 C
Dhaka
Wednesday, October 2, 2024

আদালতে যা বললেন সাবেক ডিসি মশিউর

ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আরো পড়ুন  সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ, আহত ২৫

এরপর আদালত মশিউর রহমানের বক্তব্য শুনতে চাইলে তিনি বলেন, মেধা দিয়ে ডিবি পুলিশের ডিসি হয়েছি, কোটা দিয়ে আসেনি। এজন্য শুরু থেকেই আমি কোটাবিরোধী ছিলাম। শুধু তাই নয়, এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দৈনিক অন্তত পাঁচবার আমার বিতর্ক হতো। আমি কোটাবিরোধী আন্দোলনের কোনও সহিংসতায় জড়িত হইনি।

তিনি আরও বলেন, ঢাকায় পুলিশের ১০ জন ডিসি আছেন। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা বা সমাবেশ ছত্রভঙ্গ করার দায়িত্ব পালন করে। এসব বিষয়ে আমরা (ডিবি পুলিশ) মাঠে কাজ করি না।

আরো পড়ুন  নতুন দল গঠন নিয়ে যা জানালেন সমন্বয়ক সারজিস

এরপর আদালত মশিউর রহমানের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ সংবাদ