31 C
Dhaka
Wednesday, October 30, 2024

শুভ জন্মদিন শাহেনশাহ | কালবেলা

তাকে অনুসরণ করে বলিউডের অসংখ্য অভিনেতা এখন বি-টাউনের প্রতিষ্ঠিত নায়ক। তার ভরাট কণ্ঠের সংলাপ সিনেমা হলের ভেতর ভক্তদের এখনো আসন ছেড়ে দাঁড়িয়ে যেতে বাধ্য করে। তার অভিনয়ের জাদু এখনো মুগ্ধ করে একশতে একশ। তাইতো ভালোবেসে সবাই তাকে ডাকে ‘বলিউড শাহেনশাহ’ বলে। আজ ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের ৮২তম জন্মদিন।

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন একজন শিখ-পাঞ্জাবি ছিলেন।

আরো পড়ুন  অভিনেত্রী চমকের স্বামীর আগের বিয়ে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯৬৯ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি সিনেজগতে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’। সেই যে শুরু, এখন পর্যন্ত এই অভিনেতার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা মোট ১৯৪টি। সবশেষ অমিতাভের মুক্তি পাওয়া সিনেমা হচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত তেলেগু এই সিনেমাটিতে আরও অভিনয় করেন কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ৬০০ কোটি রুপি বাজেটের কল্কি আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি।

আরো পড়ুন  ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা ঔর শেরা’, ‘বাওয়াটি’, ‘বম্বের টু গোয়া’, ‘জঞ্জীর’, ‘অভিমান’, ‘নেমক-হারাম’, ‘কুঁওয়ারা বাপ’, ‘দোস্ত’, ‘রোটি কাপড়া অর মকান’, ‘মজবুর’, ‘চুপকে চুপকে’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কসমে ওয়াদে’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকান্দর’, ‘মিস্টার নটবরলাল’, ‘কালা পাত্থার’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’, ‘রাম বলরাম’, ‘লাওয়ারিস’, ‘ডারনা জারুরি হেয়’, ‘কাভি আল বিদা না কেহনা’ ইত্যাদি।

আরো পড়ুন  বাংলাদেশে কনসার্ট নিয়ে আতিফের বার্তা 

সর্বশেষ সংবাদ